চল যাই নাগরদোলায় চেপে আসি
ছোটবেলার শহরটাকে দেখে আসি
কাগজের নৌকো ভাসিয়ে চল দেখি
তুই না আমি আজ কে জেতে !
দেখে আসি ঐতিহাসিক যাত্রার পালা
তরুণ সঙ্ঘের মাঠে তেরপল্ পেতে
চল দেখি হাওয়াই-আড্ডার মাঠে
আজ আর কত ধূলো-ঝড় ওঠে
এখনও কি ভোরবেলা গলা সাধা
সেই শিউলি ফুলেরা রোজ ফোটে !
চল ঘুরে আসি টয় ট্রেনে চেপে
আমাদের প্রিয় বসন্তের মেলা
রেলের মাঠে সব কাকু জ্যেঠুদের
প্রতি রোববারে ফুটবল খেলা
চল বইমেলা থেকে কিনে পড়ি
ভস্তক, পুরনো দিনের সোভিয়েত
চল দেখি কুর্শেলা ব্রীজের পথে
আজ ভরা থাকে নাকি ভুট্টার ক্ষেত
মিরচাইবাড়ী প্রতি বর্ষাতে
এখনও কি তেমনি বাণভাসি
অনেকদিনের পর, চল যাই
অন্তত একবার ঘুরে আসি ...
চল দুষ্টুমি করে খেয়ে আসি, স্যর
দিদিমণিদের কাছে কানমলা
চল দেখি, এবারের পূজোয়
সেরা সঙ্ঘশ্রী, নাকি বনিয়া-টোলা
চল, তেইশে জানুয়ারির দিনে
নেতাজীর জন্য আবার সবাই হাঁটি
চল, মা দুর্গাকে কাঁধে ভাসিয়ে
দেখি, ভক্তিটা আজ আর কত খাঁটি
চল দেখি আমাদের তারাগুলো
এখনো কি হিরে হয়ে ঝকমকে জ্বলে
আঁধার গোসালার পথ ধরে এখনো
জোনাকিরা কি তার কথা বলে !
চল দেখে আসি বর্ষার পর, দূরে
রাজমহলের সেই নীল চূড়ো
চল যাই, একবার ঘুরে আসি
হচ্ছি ... হবই তো একদিন বুড়ো