টেকো তলাপাত্রের
গালভরা দাড়ি
টপাটপ্ তাই বেয়ে
টেকো যায় বাড়ি
টপ্ টপ্ জল পড়ে
টাকে ধরে রাখে
টক্ টক্ গন্ধতে
দাড়ি দিয়ে মাখে
টিকটিকি বগলেতে
টিক্ টিক্ ডাকে
টুকটুকে গালে তার
হামি দিয়ে থাকে
টিপ্ টিপ্ বৃষ্টিতে
টিপে টিপে হাঁটে
টুক্ টাক্ নদী জল
বারোমাসই ঘাঁটে
টমটমে ছাদে চড়ে
তবলা বাজায়
টং টং করে টেকো
ভাবনা সাজায়
টিং টিং-এ শরীরে
টিম্ টিমে মুখে
ছারপোকা টন্ টন্
টিনে ভরে সুখে
তাক্ তাক্ সুক্তোনি
চাটনি বানায়
টস্ টসে তেলাপোকা
ভাজে আর খায়