প্রিয় শহর ঢাকায়, শীত সন্ধ্যার মুখে
আমি, মনোয়ারা ক্লার্ক মৌ
হেঁটে চলেছি অনাথ কুকুরছানা বুকে
না আমি হিন্দু, না মুসলমান
আমি যুদ্ধশিশু, লক্ষ লক্ষ লাঞ্ছিতা মা
আমার বাঙালি মায়ের নাম
নোয়াপাড়া আমি হেঁটেছি অনেক
দেখেছি খুলনার চটকল
'জল্লাদভূমি', বুড়িগঙ্গার পাড়
হাজার হাজার সমাধিস্থল ...
নারী মুক্তিযোদ্ধা তালিকা
ছুঁয়ে দেখেছি লক্ষ বার
ওরা পিশাচ, ওরা কুৎসিত
ওরা ছিল বর্বর হানাদার
আমি শুনেছি ওদের হুকুম ছিল
সব ছেলেদের মেরে ফেলো
আর সব মেয়েদের গর্ভে
ভর, সন্তান -নাপাক
ওরা চেয়েছে বাঙালি তছনছ হয়ে
ভূখন্ড থেকে মুছে যাক
আমি দেখেছি কনসেনট্রেশন ক্যাম্পে
বীভৎসতম ইতিহাস
লক্ষ লক্ষ শিশু হাবিবের
বিবস্ত্রা মায়ের লাশ
আমি শুনেছি সেনার হাতে বদলানো
যাতনার শত রাত
শরীরে বেয়নেটের ক্ষত
কত অশ্রু, রক্তপাত
আমি শুনেছি মা রাতে চালের গুদামে
আশি বার ধর্ষিতা
আমি দেখেছি কত আগুন হ'লে
কত দিন জ্বলে চিতা
আমি, মনোয়ারা ক্লার্ক মৌ
আমি শুনেছি ফিরদৌসী বা রওশানা
বা কোনো মানেকা আমার মা
আমি জেনেছি বিজয় দিবসের মানে
বাঙালি হেরে যেতে পারে না
ঘন কুয়াশার বুকে দেখেছি আমি
শেখ মুজিবের নাম
শাস্তির খোঁজে ...
শান্তির খোঁজে, প্রিয় বাংলাদেশের নাম  


                     ***



আমার অত্যন্ত প্রিয় এক কবিবন্ধুর ইচ্ছেতে
'বিজয় দিবস' স্মরণে এই লেখা ৷ লক্ষ লক্ষ
বাঙালি মা আর যুদ্ধশিশুদের জন্য আমার
প্রণাম এবং প্রাণভরা ভালবাসা ৷
যদি মনোয়ারা এবং সেই মায়েদের কাছে এই লেখা পৌঁছয় তবেই লেখার সার্থকতা ৷