বাসটা থেমে গেল,
গন্তব্যের বেশ খানিকটা আগেই
কিছুটা এগোল,
তারপর একেবারে স্থির।
সামনে লম্বা গাড়ির মিছিল;
ফিরতি পথের এক রিক্সাওয়ালা
খবরটা দিল
পথ অবরোধ।।
অপেক্ষা,...
অপেক্ষা।
অবশেষে,অগত্যা
গমন শুরু হল,দ্বিপদ।
বেশ কিছুদূর গিয়ে
একটা নীল আলো জ্বলা
এম্বুলেন্সকে ঘিরে ভীড় চোখে পড়ল
খবর উড়ে আসে বাতাসের মলিকিউলের হাত ধরে;
কৌতূহল নিবারণ হল।
ভূমিষ্ঠ হয়েছে ,সে এক
পথের মাঝেই,অবরোধ মানেনি
আর,
অবরোধ মানেনি মৃত্যু
যে তাকে জন্ম দিয়ে গেছে।