পারলে দুনিয়ার যাবতীয় বিষ ঢেলে
তুমি করো আমায় কন্দর্প-
তুমি পার্বতী হবে - আর আমি -
গেঁয়ো পার্বতী চরণ থেকে মহেশ্বর হয়ে-
জাতে উঠে যাব।
সোঁদা শিক্ত ভিটে মাটি ছেড়ে-
গোবর নিকনো তুলশিতলা ছেরে-
উঠে যাব সটান শূন্যে...।
তুমি তখন শূন্যের দুহিতা -
আর আমি -
শূন্যের গাণিতিক ভ্রম সংশোধনে মত্ত...।
গাঁজার কল্কে ফাটাতে ফাটাতে
আমার চোখ আপ্সেই যাবে বুজে -
হব পরিপূর্ণ শিব - ত্রিলোচনা কন্দর্প...।
হয়ত তখনও তুমি কপাল চাপড়ে - মাথা খুঁড়ে
আমায় গেঁজো মাতাল বলবে আর -
ভতশনা করে দন্দ প্রকাশ করবে -
আমার পুরুশত্তের......
শোন ওরে পোড়ামুখি মেয়ে-
পথের শেষে সুখ হয় না রে-
চল আমরা ফিরে যাই ময়না দীঘির গাঁয়ে-
দেখিস এবার তোকে পউষ মেলায়
রঙিন কাঁচের চুড়ি কিনে দেবো......।