হয়তো বিষয়টি তেমন কিছু নয় কিন্তু আমার কাছে আশাতীত,,, উত্তরবঙ্গ থেকে প্রকাশিত সবচাইতে অধিক জনপ্রিয় পত্রিকায় আমার একটি কবিতা প্রকাশিত হলে সত্যিই ভয়ংকর খুশি হয়েছিলাম,, কিন্তু কিছুটা কাকতালীয় ভাবে সেই একই দিনে আমার আরও তিনটি কবিতা ১) "ক্ষতের রক্তাক্ত সন্ধ্যায়", ২) "বোঝাপড়া", ৩) "নীল বোতলে এখনও কিছুটা জল বাকি" শিলিগুড়ি থেকে প্রকাশীত "সান্ধ্য শিলিগুড়ি পূজা সংখ্যা ১৪২৪" এ প্রকাশ হয়। অফিস থেকে একটি পত্রিকা সংগ্রহ করতে বলা হয় , আমি অফিস থেকে একটি পত্রিকা সংগ্রহ করে নেই(উপহার স্বরূপ),, তারপর একটি পুরো পাতায় আমার তিনটি কবিতা দেখে অনুভূতি ঠিক কি ছিল বলে বোঝাতে পারছিনা।। জানি বিষয়টি প্রতিষ্ঠিত কবিদের কাছে জলভাত,, কিন্তু আমার কাছে এ পাওয়া অনেক বড়ো পাওয়া।।


যারা আমার কবিতা পাঠ করছেন আর সমালোচনা ও উৎসাহিত করছেন তাদের কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।।সকলকে অশেষ ধন্যবাদ।।