সেদিনের কৃষ্ণ দ্বাদশীর বাঁকা চাঁদ,
পক্ষরা পক্ষপাতিত্ব করেনি,
আমার বসন্তে অমাবস্যা এসেছে নিয়ম মেনেই,
তবুও,প্রতিবার কৃষ্ণ দ্বাদশীর ক্ষীণ বাঁকা চাঁদ
আমাকে বাঁধা দেয়নি তার দিকে চেয়ে থাকতে,
বসন্তের ভিড় সমাপ্তির ইঙ্গিত বহন করে,
চলমান জীবন আবর্জনার স্তূপে
থেমে থেমে যায়।
তবুও পক্ষরা পক্ষপাতিত্ব করেনি,
তবে আজ কেনো বাঁকা চাঁদ
বাঁকা চাহুনি মনে হয়?