প্লেট পরিষ্কার করা শিশুটি
আকাশের সাদানীলে মেসিকে দেখছে
ধাবার মালিক মুখ করছে, গালি দিচ্ছে


আমরাও তো ছিলাম ছাত্র শ্রমিক
বিশাল ভারী ব্যাগ, কেরিয়ার, টাকা, বিদেশ


কিন্তু শিশু শ্রমিক খাবার চায়
এই শোষণের ভারতে, বাঁচতে চায়
ভারত কতটা গরীব? নীরব দোদি...
এড়িয়ে যাই সবটুকু, শপিং মলে
আমরাই শিক্ষিত জনগণ, যাপন
রাস্তার মোড়ে ধূপকাঠি, ডেনড্রাইট সেবন
তবু ওদের বন্ধু রাস্তার নেড়ি
তবু ওরা হাসতে জানে, দুপুরে পুকুরে, স্বপ্নে


আমি সেলফি তুলে এগিয়ে যাই
তবু ফোন করি না 1098


ঐ শিশুটি কি আমার সন্তানসম নয়?