অঙ্ক দিয়ে ভালোবাসা, নাই বিচার করলাম আজ
এসো হাত ধরি, শরীরভাষায় জাগুক প্রেমের সাজ।
তিন কুড়ি বয়স, পঁয়ত্রিশ তম বিবাহাবার্ষিকীর দিন
এ বাঁধন চিরটিকালের, এ বন্ধন বড্ড রকম প্রাচীন।
অন্ধকারের দিন, আলোর নতুন সব সকাল
আমরা দুজনে দেখেছি, পরীক্ষার মহাকাল।
অরুণ আইক্রিম নয়, গোলাপ আবার দেব
ভালোটি থেকো, এটুকুই তো বলে যাব।
বাইকে ওঠা বারণ, না হলে গাইতাম পথ যদি...
তোমার চোখে আজও খুঁজে পাই সমুদ্রনদী।
সফলতার মাঝে, তুমি তো আমার শক্তি
মোহনবাগান হারলেও তুমিতে নেই ক্ষতি।
সাহস জাগিয়ে যেও, যতই আসুক দুর্যোগ
তোমার হাসিতে খুঁজে পাই, সুখ ভোগ।
বলছি কবিতা অনেক হলো, চা দাও এক কাপ
ওরম করে তাকিও না, রাগ করো না বাপ।
বয়স হয়েছে কত, তবু শিখরে উঠবই দুজনে
একটু না হয় নাচলে, যে যা বলুক কুজনে।
কত শত দুঃখ আর না পাওয়া, সব চাপা থাক
এসো বিয়ের জন্মদিন, আনন্দ করে নি ভাগ,
আরও অনেক বছর এমন করেই জাগবে দিল
ধরব তোমার হাত, সোমাদ্রি বানাবে আবার রিল।