দুটি পাখি এসেছে বসন্ত বরফে
আজও লিখি চুমু তোমারই হরফে।


অসাধারণ রং জীবন্ত পাতায় জেগে
একটু চা দিলুম এগিয়ে, কেন রেগে?


তাকাও, একটু মিষ্টি ছবি স্মৃতি করি
সারা জীবন কী দিলাম, নই আহামরি।


তবু ডালে দুটি পাখি, আমাদের প্রতিরূপ
বজ্রবালিকার আবির সাজে রাধা স্বরূপ।


শীত এনক্লেভেও জেগেছে কোকিল বাঁশি
স্বপ্ন সাগরে এখন সূর্য স্বপ্ন, এসো চুমুবাসি...