বোঝে না কত কথাই, তবু কী বোঝাতেই হবে
বরফ লাগিয়েছি আমি, গোছানো পাহাড় টবে।


কত দিনের না দেখা, টিউলিপের মতো শিকারা
এসব লেখে বলেই, খারাপ হয়ে যায় মাথারা।


লাগেজে ঠান্ডার কাপড়জামা, এত কী ভেবেছি
আমরা নতুন করে স্বপ্নসাগরেই যে ভেসেছি।


আলো লেগে যাচ্ছে উত্তমার্ধের হাসি ফুলে
এখন কবিতা পায়, একবার আমাকে ছুলে।


ভূস্বর্গের মাঝে আমিও হয়ে উঠি শাম্মি কাপুর
শর্মিলা হয়ে উঠলে, বৃষ্টি নামে টাপুর টুপুর।


ভুল করেছি জীবনভোর, ভালো বাসলাম কই
রাখা থাক বরফ বাগিচার মাঝে কাব্য সই।