বাংলা শব্দটির গায়ে
আবেগগাছ দাঁড় করিয়েছি।


আবেগের অনন্ত স্তূপে
মা শব্দের উচ্চারণে
বুঝতে শিখেছি গ্রামবাংলা।
আলপথের ধুলোয়
সামলে নিতে পেরেছি
গভীর দারিদ্রতাতেও।


কত ভুল বানান,
ঠিক করে লিখতে শিখেছে।


কী যেন বলে ওরা... ইংরেজি শব্দেই...
বলুক
আমরা না হয় এক জন্ম
ফ্যান ভাত খাবো
টাকার উল্লাস না দেখিয়ে।


একটাই তো জন্ম
আমাদের প্রিয় ভাষায়...