কঠিন পৃথিবীর বুকে দাঁড়িয়ে
নরম পৃথিবীর দিকে তাকালে বুঝি
আমাকে সহ্য করছে, বাংলা শব্দ
কালো অক্ষর, বানান ভুলের লাল।


রক্ত ছড়িয়ে যাচ্ছে
পৃথিবীর আনাচে কানাচে
নীরবে, নিভৃতে।


তারই মাঝে যুদ্ধহীন কবিতার আদরে
ভালোবাসার স্বপ্ন দেখছি কঠিন পৃথিবীতে বসে।


আর তুমি, নরম পৃথিবীতে দাঁড়িয়েও
শুনতে পাচ্ছো, আকাশ দিয়ে সুখোই উড়ে গেল,
মহড়া চলছে, তুমি শুনছ শিশু জন্মাচ্ছে
শুনতে পাবে বিয়ের উলু ধ্বনি।


এদিকে কেবলই কবিতা।
বাস করছে হাজার হাজার বছর।
এদিকের পৃথিবী বড্ড কঠিন।