জয়ের আনন্দ লেগেছে শীতশহরে।
কলকাতার নীলসাদায় বুয়েনাস আরিস নয়
শুধুমাত্র তোমার টমাটো ঠোঁট
খুঁজেই চলেছি কমলালেবুর সকালে।


রাজনৈতিক ছাতা কবে হারিয়েছে
কন্ট্রাক্টরদের পার স্কোয়ারফিটে।


কেবলই তোমার তরঙ্গদীপ্তিতে
আনন্দ জেগে উঠছে আতসরাতে।
সকালের রাস্তায় শিশির আর আমি
শুয়ে আছি, সকলে ফিরেছে ঘরে
আমি কেবল ফুটবল হয়েছি, অ্যাডিডাসের।