চাঁদ এসে দাঁড়ায় আয়নাতরঙ্গে।

শহর জুড়ে হৈচৈ আর স্টেডিয়ামের মোহ
ধীরে ধীরে দূরে সরে যায় মায়া কলকাতায়।

নরম চাঁদ জেগে ওঠে ব্যাটারের মনে
স্পিন বল স্পর্শ করে নিয়ন আলো।
রাতবিহীন ঘুম প্রজাপতি হয়ে ওঠে
নরম শীত দুপুরে।

বৃষ্টি মুছে দিই চোখের সাগরে।
হাত ধরি আদরের।

জেগে ওঠে নতুন ভারতবর্ষ।
আদরের ভারত।

ইন্ডিয়ার হয়ে ব্যাটার নামছে স্টেডিয়াম থেকে
কতদিন আর ওয়ার্ক ফ্রম হোম চলবে
ভালোবাসার বোসপুকুরে...