তা বটে
এত কঠিন জীবন
নুড়ি পাথর দিয়ে
সাজিয়ে রেখেছি
বাসের ঝুলন্ত শেষ ধাপে,
নাবিক জানত কি সেও
সিন্দাবাদ হবে,
তবু বালিময় মেলা কবিতায়
ঋতু চেতনার যজ্ঞে
বলেছিল রবীনহুড
আজ উদযাপিত হবে
মনযান, মনযাপন


তিলোত্তমার মধ্যস্থলে
নন্দনীয় চোখে
ঠোঁট বলবে কবিতা


আমি শুনব, মেসোপটেমিয়া
তুমিও বলো দ্রৌপদির কথা
অনেক কৃষ্ণ রাম লেখা হয়েছে
পুরাণ বিকিকিনিতে
এবার হবে অজিব্রত কথা
এই সন্ধ্যা শিউলি, হাসনুয়ানায়...