রাত শেষে দিন আসে,
আসে, একটা রবীন্দ্রনাথের মতোই।


রাতের শেষ তারার পরে রবি জ্বলে।
তাপ দেয়, দহন, বৃষ্টির আগে দহন।


রবীন্দ্রনাথের কঠিন ভাবনার বুক চিড়ে
জন্ম নেয় কোমল নিজস্ব অনুভূতি।


কঠিন শব্দ পেরিয়ে জন্ম নেয়
নতুন গুরু মন্ত্র।


আপশোস, আজকের ডিস্কে যাওয়া তারুণ্য
চিত্রাঙ্গদা পড়েনি।
তাদের কাছে জীবনটাই তাসের দেশ।