এক.
রাস্তারা অচেনা বলেই
খোঁজার সুখে সুখী হয় প্রাণ
আজ সন্ধ্যা মহিত হবে
সাথে মাতল ভুবনের সোপান


দুই.
জেগে ওঠা এক ইচ্ছা
ক্যানভাসে এঁকে দেয় ছবি,
যাপনের সফলতায়
খুঁজেছি তোমার মহামানব কবি...
জীবন্ত কোলাহলে
তুমি রয়েছ আমার প্রাণপুরুয় রবি


তিন.
আমার নাম ভুল উচ্চারিত হলে
মনে মনের মধ্যে আগুন জাগে
যতবার তুমি ভুল বলবে
ততবার জীবনের তাগিদ
ততবার ফারিস্তা বলবে-
কাজ রয়েছে বাকি,
অভীপ্সিত মোক্ষ পূরণ হয়নি


একদিন তোমরাই বলবে সঠিক নাম
উচ্চারিত সত্যে জাগবে বিশ্ব


চার.
কিছু কিছু দিন
এমনই কেটে যায়,
ম্যায়ফিলে জেগে ওঠে
সৃজন কলিজা,
হাসিতে ভুলে যাই
কী ছিল কথায়...
মন্ত্র উচ্চারিত দিনে
বৃষ্টি নামে ব্যথায়...


পাঁচ.
মনের সুখে জেগে ওঠে মুহূর্ত
খিচিক করে শব্দ জাগে
ধরা দেয় আলোরা ক্যামেরায়...
বস্তুত নানা স্বাদের হাজার রং
জেগে ওঠে হারিয়ে যাওয়া
সাদাকালো দিনে,
আমি জেগে উঠি ছেলেবেলায়
পূর্ব পুরুষের মুখ জাগে
জাগে অপত্যের হাসি
পূর্ণ হয় বৃত্ত,
ভিউফাইন্ডারের অভীপ্সায়


ছয়.
রাতের কলকাতা রোজই জাগে
আমি দেখিনি তেমন একাগ্রতায়,
আসলে চার দেওয়াল
আমাদের চায়ের আমেজ দেয়
দেয় না সেই নাজুক মেহফিল
বিহঙ্গ মুক্তি জেগে ওঠে


জাগে রাত যাপনে, অনুরণনে...
বিশ্বাস করো কলকাতা,
আমি ঝগড়া করি, শুধু তোমার জন্য


সাত.
লাল চায়ের আগে জল হলে মন্দ হয় না
আসলে একা একা বাঁচতে বাঁচতে
আমরা জেগে উঠি, নিজেতে,


আসলে একা থাকা হাত স্পর্শ করতে চায়
নিজের একা নীলকে...চুপকথায়


আট.
স্মৃতি হয়ে যাওয়া গলিপথ
রিক্সাপথে খুঁজে নেয়
মঞ্চ ও বেদী
আমি মঞ্চে তুমি বেদীতে মা...


আমি কতটা বেহিসেবী, ব্যাকুল
ছুঁতে চাই তোমায়
মা...ঠাঁই দিও
তোমায় ছোঁয়া, হাতটা ছুঁয়ো...


কবিতাই চাই, বাকি সব তো মিথ
ঐ চাকরি করার অর্থ...
হারিয়ে যায়,
থাকে, জাগে আকাশ
পুজোর আকাশ


নয়.
নরেনকেও একজন ভুল ডাকতেন
লরেন, বাকিটা ইতিহাস
আমার ভুল নাম
আমাকেও দেবে আরতি
এক সময়,
কারণ
দুর্গা চেতনা জাগে
রক্ত ও কাদায়
জেগে ওঠে
জ্যোতির্ময় সারদা


দশ.
নদীর স্রোতে সময় ভেসে চলে,
আমার অস্থিও যুগ যুগ ধরে
ভাসছে, কবিতায়...


একদিন অভীপ্সিত চোখ
খুঁজে পাবে আধুনিক সেই লয়
জাগবে চন্ডী, জাগবে অহর্নিশ
স্থিত হবে কথিত জলোস্রোত


আত্মার দহনই কবিতা...
বুঝেছি বলেই লিখব একদিন সার্থক গাঁথা
অভীপ্সিত পৃথিবীতে...