শুভেচ্ছা শেষে ফিরেছি ঘরে
নৈঃশব্দের সংসারে।

একরাশ স্বপ্ন পূর্ণ হয়নি আজও
বয়সকালে নেই কাজও।

টিভিতে ওটিটি ও খবর চলে রোজ
নিজেই নি সকলের খোঁজ।

অনেক কথা রয়েছে বাকি
উড়বেই স্বপ্নপাখি।

একবার পৃথিবীর সামনে দাঁড়াই
শান্তির জন্য হাত বাড়াই।