রাত নেমে এলে পিকনিক চেপে বসে মনে,
বিশ্বকাপ হাতে মেসি, পেটি কথা কী শোনে,
সবার লক্ষ্য আলাদা, শান্তিটাই তো মুখ্য
ভালোবাসার সম্পর্কে জীবনটুকুই সূক্ষ্ম।
পাগলামো নিয়ে থাকলে, ভুলি শরীর ব্যথা
জীবন আসলে সোয়েটার, শীতটুকু নীরবতা।


মেসি রোনাল্ডো সব চলে গেলে, পরে থাকে মাসের শেষ
রসগোল্লায় নতুন গুড়, পাটিসাপটা, মোয়াতে লাগে বেশ।


শীত এখন শরীর নয়, চোখ জুড়ে ইংল্যান্ডের মতো
ধূসর বইগুলো বিক্রি হয়নি, লেখকের গভীর ক্ষত,
লিখে চলা শব্দরাও খিল্লি করে রোজ
মেসি রোনাল্ডো, কেউ নেবে না খোঁজ।


বাংলা ভাষায় হাজার কাব্য মেসি মারাদনাময়
জীবন না থাকলেও ফুটবল পেয়েছে বটঅক্ষয়।