দিন কতটা বড় হলে জীবন হেসে ওঠে
মনের মতো কেক, লেগে যায় তুই ঠোঁটে।


কাশি যতই বাড়ুক, রাত ক্যারোলে তুই
কম্বল যেমনই হোক, শীত জড়িয়ে শুই।


ভালোবাসা জেগে ওঠে, চুপ খেলনার যুগে
কবিতা যেমনই হোক, পাঠক তো হুজুগে।


সান্টা হাসছে দ্যাখো, পথের যীশুর সাথে
ঠান্ডা বাড়ছে তাই, আনন্দ জাগছে রাতে।


আলোরাস্তায় কত টাকার বিকিকিনি আজ
ভিক্ষারাজ্যে সবই যেন মন দেখানোর সাজ...