স্বাধীনতার পচাত্তরে
আলুসেদ্ধর জন্যও লড়াই করছে মালাহীন নাগরিক।


বড্ড পিঁপড়ে লেগেছে চুল্লি গন্ধে
ভোর নামাজের শেষে জাতীয়তার নামে রাজনীতি
হিংসার সাথে মিশিয়ে দেওয়া ধর্ম
গিলে খাচ্ছে আমাদের, ভারতবর্ষকে।
দুর্নীতি করেও বাড়ি বাড়ি ত্রিরঙ্গা
একটা ইসার্টিফিকেট,
গুলিয়ে দিতে চাইছে মসনদের শাহেনশাহ।
জীবন এমন করে চুল্লীতে বা কবরে
আলুসেদ্ধ ভুলে চাল-তিল খাচ্ছে।


ইলিশের দাম দু হাজার কী তিন হাজার
আলুসেদ্ধর জন্য লড়াই করা শ্রমিকের
কিচ্ছুটি যায় আসে না।


ভারতবর্ষ দাবার ছকের দান
ভারতবাসী জন্ম থেকেই চেকমেট।