আমার শহর জানে ধর্মতলা স্বর
বৃষ্টিদিনে শহীদবেদী যেন সয়ম্বর।


শোকের থেকে ক্ষমতা প্রাধান্য পায়
ওরা সব কাজ করে, ডিম্ভাত খায়।


বছরে একবার সুযোগ, কোলকেতে চল
যাই হোক লক্ষ্মীভান্ডার, দিদিকেই বল।


মূল্যবৃদ্ধির বাজারে চাকরিহীন এক জাতি
মঞ্চে কাউন্সিলার, এমপি-র তৃণ প্রজাতি।


মাইক হাতে জমেছে খাসা, চমকপ্রদ দিল্লী
ডুলুং নদী হাতে পেলে করব সব হিল্লী।


আমার শহর কাঁদে রোজ, মরাখেঁকোদের জন্য
সবই মহিমা, কালীঘাটে মায়ায় ছন্দহীন লাবণ্য।


বাম রাম সব খারাপ, হাতেও লেগেছে রক্ত
নীল সাদাতে পৃথিবী, মমতাময়ীরই ভক্ত।


কী চাইছে সময়, কী চাইছে এই দেশ
প্রধানমন্ত্রীর সীটে, রানীর রাজবেশ।


কাঁচকলার ঝোল অনেকদিন খায়নি মুড়িপিসি
চুরির শেষে পূণ্য করতে হয়, না হলে হাতে শিশি।


এত চুরির শেষেও, ভোট তো পেয়েছে গুরু
এই একুশেই হবে, নতুন দিনের শুরু।


ভিক্ষা নয় বন্ধুগণ, নিজের অধিকারে বাঁচো
এখনও কাস্তে হাতে চাষী, সোনালী দিন আঁকো।


পাঁচশো নয় চাকরি চাইছে শিক্ষিতের দল
পরিযায়ী নয় চাকরি দরকার, বুকে আছে বল।


স্বাস্থ্যের জন্য ভিন রাজ্যে কেন যাব আমরা
কম পয়সায় চিকিৎসা, এটুকু বোঝো তোমরা।


জেগে ওঠো, রাগের মাথায় নতুন করে বলো
রাজনীতি আসলে অন্যকিছু, শ্রমিকযুগেই চলো।


এই যুগেতে কৃষির সাথে শিল্প চাই আবার
টাটাই আসবে, চুরির শেষে হাসি ফুটবে সবার।


সব জেনেও ভোট দিও না চটি রানীর আগে
শিক্ষিতরা এসব করলে, মনে বড়ই লাগে।