আমি বইয়ের অলঙ্করণ মুদ্রণের কাজ করি
মা বলে এসব কাগজওয়ালার কাজ
স্ট্যাটাসবিহীন অন্ধকার এক ভবিষ্যতের আলোড়ন
পড়াশুনোর নাকি চিলের মতো ডানা আছে
সে অনেক টাকার দেশ ও গাড়ি বাড়ি মল ফ্যাশনে
উড়ে চলে।
চলুক। আমার তো কিছু পাওয়ার নেই।
দেওয়ার আছে।
তোমরা নিলেই দেব। ভাষা অফুরান এক মাতৃভূমি
তাই তো না শিখেই মিলিয়ে যাব শিউলিতে
শিউলি মহালয়া হয়তো শুনবে শব্দের কারিগরের বিসর্জন
বোধনের আগেই নীরব হওয়া ভাল
পরের বার জন্ম নেব দুর্গা হয়ে...