অপেক্ষা বন্ধ হলে
জন্ম নেয় অন্ধকার।

সকলে ভাবে আলো,
জীবনটাই এমন

জীবনটাই আলো অন্ধকারের।