সকাল থেকে রাত
কাজ নেই। খাও ঘুমাও প্রকৃতি দ্যাখো
আবার ঘুমাও।

জীবনটা এমন হলে
মৃত্যুর পরে নয় আগেই নিজেকে
ভগবান মনে হবে।

আজ তাই দুর্ধষ দেওঘর লিখতে বসেছি।
কিন্তু কী লিখব!
আমার চোখে এখন হাজার চুরাশির মা
আমার বুকপকেটে লাস্ট লোকালের টাইমটেবিল
দশ হাজারের হাসি টেবিলের উল্টোদিকে
ঘরে গুমোট লাগছে।

নাহ এখন কমলেশদাও শান্তি দিতে পারবে না।
একটু কৃষ্ণচূড়া দেখি।
ঐ তো একটা কাক খাইয়ে দিচ্ছে সন্তানদের।
লেক্সি এসে দাঁড়ালো পাশে, ওর বিস্কুট চাই।

নাহ, ঘুমাবো না, কৃষ্ণচূড়া, লেক্সি, মা কাক
ওদের জন্য লিখব।
ছড়ার বইটার সিজন টু।
কাহাতক ওয়েব সিরিজ দেখে মাথা ঘামাবো।
মাথা তো নয়,
পুরো সন্তোষ দত্ত।