শরীরের অর্কিডে যে ভুল বসন্ত লেগেছে
তার মূল ঐ পথহীন অরণ্য জাগরণে লুকিয়ে,
মাঠ ভর্তি ধান, ছুঁটে চলা চোখ সপ্তসুরের পথে,
টোটো গ্রামের উন্নত আইলাইনার আজও
নদী রাস্তার পথে সেই কথাই শোনায় ভুট্টা বীজের সোনায়


আমিও নদীকে পথ ভেবে তোমার স্নিগ্ধতায় হারিয়েছি
ভেসে চলেছি নিদারুণ পাথুরে পথে মাথা ধরা নিয়ে...


আমার তোমার হাতের এক গ্লাস জল চাই,
বিরিয়ানি তোমার প্রিয়জনকে দিও,


আমি মিশে যাচ্ছি বিন্দুর মতো ধ্রুবতারায়,
বিন্দুর স্রোতে তলিয়ে যাচ্ছে আমার বর্তমান...


খোঁজ দিতে পারো কোথায় পাবো বিষহীন শৈশব
সম্পর্কের জৈব বিবর্তনে এখন সবুজাভ কমলালেবু...