ট্রেনে উঠবো বলে তাড়াতাড়ি
বাড়ি থেকে বেরিয়ে গোবরা স্টেশনে যখন পৌঁছালাম
প্রচন্ড গরমে আমার মনের মধ্যে তৃষ্ণার্ত ক্ষুধা জেগে উঠলো
ক্লান্তি গ্রাস করছে,
বেলুড় থেকে আবার ট্রেনে যাওয়া।


জীবনটা তো কবিতার মতো হতে পারতো।
সেই আইসক্রিমের মত কপাল তো আর আমার নয়।
তবু দেখো সূর্য আজও দীপ্ত রশ্মিতে সকলকে ক্লান্ত করে দিচ্ছে।


এই ট্রেনে প্রেমিক প্রেমিকাও ছিল।
তারা কথা বলছিল, কথার মাঝে শুনতে পেলাম
প্রেমিকাটি অরুণ আইসক্রিম খেতে চাইছে।
আমারও একটা আইসক্রিম চাই।


দগ্ধ গরমে তখন আইসক্রিম না হলেই নয়, কিন্তু কে আমাকে দেবে আইসক্রিম?


অনেক চাওয়া না পাওয়ার ভেতরেই জীবন এগিয়ে চলেছে,
ট্রেনও থামলো প্লাটফর্মে।


দাঁড়িয়ে আছি, ট্রেন চলে গেছে।
আমার গন্তব্য অফিস,
ট্রেন আমাকে দেখল না, আমিও ট্রেনকে আর দেখলাম না।


শুধু কিছু সময় স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকল,
স্থবির আইসক্রিমের মত।


অফিসে তখনো পৌঁছায়নি
একটা ছেলে কুলফি বিক্রি করছে আইসক্রিম নয়।
অরুণ আইসক্রিম নয়।
আমি কুলফি কিনলাম।
জীবন তো এমনই, একগুচ্ছ না পাওয়া
ভালোবাসার গাছ।