ঐ কুমারীর পুজো হয়েছে একটু আগে
সে নিজেও জানে না, কেন পুজো,
পুরুষরা শিখন্ডি করে হিসেবহীন আনন্দকে
ভক্ত ও ভক্তি মিথকাব্যের অধ্যায়
নির্ভয়াকে পুজো করার কথা ভাবেনি? অসুর?
কন্যাশ্রীর নতুন দিনে দুর্গারা ধাত্রী হয়েছে!


শিশুশ্রম থেকে যে দুর্গারা ঘরে রান্না করে রোজ
মুক্তি পেয়েছে?
পাবে না দুর্গা মুক্তি, যতই শিক্ষিত হবো
পুরুষ আরও ব্যবহার করব দুর্গাকে
যেমন ব্রিটিশদের খুশি করতেই দুর্গাপুজো, বনেদি
আমি জেগে থাকি দুর্গার না-কবিতার স্মৃতি নিয়ে
কারণ শিক্ষিত দুর্গাও আমাকে বধ করছে রোজ,
অঞ্জলি দিতে শিখছি দুর্গার অবহেলাকে দেখে
দুর্গা শিখে নাও পুরুষকে ব্যবহার কেমন করে করবে-


একদিন অসুরের পুজো করবে নারীতন্ত্র
আমি অঞ্জলি দেব সেদিন শিউলিকরবী...