আমাদের বাংলা ভাষা, জীবন্ত বেঁচে থাকা
অমরত্বের পাহাড়ে ভাষাতেই মাথা রাখা।


তিস্তার জলে তীব্র এক ভাষার গন্ধ
অজানা কবি জাগছে, নেই প্রতিবন্ধ।


এক জন্ম শুধুই ভালোবাসার স্নিগ্ধতা
বাংলা ভাষার জন্য ছাত্র হয়েই মুগ্ধতা।


রিক্ত নয় শিক্ত করে আমার ভাষা গাড়ি
কবিতা নিজের মতোই, হয় না সংসারি।


কেবল নিজের সব খুঁজে নেওয়াটুকু নয়
বাংলা ভাষায় বাঁচলে, সে ভাষাই শেখায়।


জ্বর হয়েছে আমার, বাংলা ভাষাই জেদ
ভাষার জন্য লড়াইয়ে নেই ভেদাভেদ।


সকলে একসাথে কাজ করব বলেই প্রতিজ্ঞা
মায়ের মতো ভাষাকে কেন তবু করি অবজ্ঞা!