নারীকে নদী ভেবেছিলাম - অনন্তকাল
তাই রাগ এতো সহজে আসে না,
রাগ করার জন্য এক বুক ভালবাসা চাই...


সমুদ্র সফেন শরীরে বালিময় না হলে
বিখ্যাত বা ভগবান হয়ে ওঠা যায় কী!


প্রশ্নটা নিজেকেই করেছি,
তুমি তো রক্তমাংসের, দেবী ভাবিনি
ভেবেছে প্রিয়তমা - কন্যা...


অন্ধকার যুগেও তুমি রক্তকরবী ছিলে
নেটজেন যুগেও তুমি -- স্নিগ্ধকরবী।


মেদবহুল নাভিতে এসো স্পর্শ দিই কবিতার,
তুমিও প্রজাপতি হয়ে উঠবে, বিনা মেকআপেই...