যেভাবে ভেসে যায় স্রোত,
মানব জীবন,
রহস্য ভাবনারা রোজ,
জীবন নিয়েছে
তেমনই জীবনের খোঁজ।


ভালোবাসার মতোই
কিছু বিরোধকথা
কিছু না ভালোলাগা
জেগে ওঠে বারংবার।


তবু নতুন সময়
হাত ধরে পুরোনো কবিতা।
নৌকো ভেসে চলে
পলাশকে দেখবে বলে।


বারান্দায় নেমে আসে বসন্ত
ভুল বানানে হসন্ত বসিয়ে
জেগে ওঠে তৃপ্তি।


জীবন আসলে এমনই
শান্তির।
জীবন আসলে এমনই
শান্তির।