ফিরে যেতে হবেই সবকিছু ফেলে
রয়ে যাবে শূন্য দালান- তোমার মুখ,
কতটা বিশ্বাস জেগেছিল এই প্রাণে
কেবল বোঝেনি সে মিলন সুখ।


শৈবালদাম গ্রাস করেছে,
ধূসর বিকেল বাউল মন,
ভালোবাসা কত যে দামী
বুঝেছে কেবল বাউল জন।


হারিয়েছি রোজ পাইন বনে,
কুয়াশার কেবল জাগ্রত রোগ,
ছাই হয়ে গেলে নীলকণ্ঠ জানে
কৈলাশেতেই আসল শোক।


তুমি রয়ে যাও নিওন আলোতে
অনুষ্ঠানের আনন্দমাঝে বাঁচো,
এভাবেই শব্দরা বিসর্জন খুঁজুক
ভালোবাসা নীরবেই থাকুক আজও।


একটা গাড়ি কিনেই ফেলেছি, অদৃশ্য সে দশ্যত
মৃত্যুতেই সব শেষ হয় না, শুরু বীজ থাকে কার্যত।