১.
স্রোতান্ধকারের সাক্ষী ভাঙা ঘাট।
ভোটের সাক্ষীও চোখ।
জন্মের দূরত্বে, মৃত্যুর তিথি লিখছে জোনাকিরা।
নদী শ্যাওলায় সেসব কাঁকড়া কাব্য দেখছিলো যুবক প্রেম।

ব্যালকনি থেকে ডাক দিলো বৃদ্ধ বুনিয়াদ
অনেককাল আগেই আকাশগঙ্গার চক্রব্যূহে সে মেখেছে ধুলোমাটির কাব্য,
পাথর বালি আর রবীন্দ্রনাথ।

২.
সাহিত্য খাদানের শব্দরা কোটি টাকা দ্যায় না।
অক্ষরদল মাধুকরি করে অচলায়তনে।
হাওয়ালা, ব্যাংকক, সিঙ্গাপুর ভিন গ্রহের পুরাণ।

৩.
দেড়ঘন্টার সুমনকে ভুলে
কোটি অর্থের স্বপ্ন নিয়ে মাঝি
ভেসে চলে রূপালী খোঁজে,

চেঁচিয়ে বলি --
ও মাঝি বেশি দাম নিলেও
আমায় দিও রূপো মাছ (ইলিশ)।

৪.
আবেশিত অপেক্ষায় রাত শব্দে
অপরাধী মনে হয়।
কেন চিৎকার করে মাঝিকে বললাম?

৫.
মাঝি ফিরতি রাতে জানতে চাইল
রূপো কেন, আজ তো সে
সোনা মাছ (সরষে পাবদা) এনেছে।

৬.
এ জন্মে সোনা মাছ তোমার হোক,
না ফেরা ভালোবাসা।