কানামাছির মতো মেঘ হয়ে গেলে
উপত্যকার নদী, ডুয়ার্সের মানুষহাসি
দামোদরের বন্যাকে কবিতা মনে হয়।

সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে যায়
আমিও একদিন মৃত্যুর খবর
ব্রেকিং নিউজের মতো ছড়িয়েছি।

মৃত্যু কোন খবর নয়,
কবিতার শুরু।

এই সহজ কথাটা বুঝতে পারলে
সাংবাদিক না হয়ে পাখি হতাম,

এখন যেমন উড়ে বেড়াই...