অনেক কিছুই করতে চাই,
শরীর দেয় না আগের মতো করে
আমিও মেঘের বৃষ্টি বলয়ে
যাই বন্যার জল থেকে সরে সরে।


অচেনা অজানা মারণ রোগ
গ্রাস করে কবিতার হোপলেস নেটি যুগে,
যাই বলুন পাঠক পুজোবার্ষিকী
বাঙালি সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হুজুগে।


রাস্তায় অজস্র চোখ জোড়া
খুঁজে নিচ্ছে লজ্জা ঢাকার কেতা-দুরস্থ ফ্যাশন
আমার ভাল লাগে সিঁদুরে চুল
অন্তমিলে লেখা টু-লাইনার ও বিসর্জনের ভাসান।
কতজন বকে যায়, মেরে যায়
ছেড়েও যায় এই সব দুগ্গা পুজোর দিনে-চিনে
আমিও তো রক্তমাংসের প্রাণী
মেনু কার্ডে দেখেনি জ্যান্ত উর্বশী অ্যাডাল্ট স্ক্রিনে...


আলতো করে সরিয়ে দিলাম তোমার কানের চুল
বুটিকে বিক্রি হচ্ছে সেক্সি অক্সিডাইজ কানের দুল।