নতুন বছরের দিনগুলো দেখে নিচ্ছি গুছিয়ে,
শীতের গাছে পাতা কমছে, যাবেই তো শুকিয়ে।


তুমিও আলোর মতো কখনও বায়ু ধরো রোজ
ভালোবাসা এমনই, নেয় না মনের গহীন খোঁজ।


নতুন বছরে কবে ছুটি, কবে আমার জন্ম সময়
জীবন এমনই, নিজের মতো ঘোড়াকে থামায়।


শীত নামুক শহরে, ঠান্ডা হোক হাত-পা-র ওম
নৌকো ভেসেছে বিকিকিনিতে, পাড়ে বসে সোম।


বছরের সূর্যরা সময় নয়, সৌভাগ্য খোঁজে আজও
মিলাচ্ছি অন্ত্যমিল মানবজন্মে, নেই কোন কাজও।