অনেক ভেবেছি জীবন সম্পর্কে।
জীবনকে জেনে
ছবি তোলার চেষ্টা করতে করতে
ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুঝলাম
এই দেশ আমার না
এই দেশ ইন্দিরার
গান্ধীর
মমতার
জ্যোতি বসুর।


আমি কে,
আমি কেউ নই।


ক্যামেরায় ছবি তোলো।
কেবল কুয়াশা
কেবল অন্ধকার
কেবল বিকৃত হিসেবনিকেশ।