পুরোনো মেঘে থালা ভাত ভাসে
লুচির গন্ধে ক্যাপসুল আলু অপেক্ষা করে
নৈঋত কোণে বেঁচে থাকার শেষ চিহ্ন।

দূরান্ত থেকে দূরে, ক্যামেরার এক ঝলক
জানান দ্যায় জেগে আছে শহর।

শহরের অকৃত্রিম নিয়ন
অপেক্ষা করছে ভালোবাসার।

সুন্দর পরিবেশিত ফুলকো লুচি
আদরের অপর নাম নিয়ে
ফিরে আসে ক্যাপসুল আলুর বেশে।