যন্ত্রণা লেগে আছে চাঁদের কলঙ্কে।
একা চাঁদ,
জ্যোৎস্নাহীন জীবন,
এগিয়ে চলেছে মৌমাছি রাতে।


নীরব একটা মা ডাক
আজও কানের কাছে তুলসীতলার মতোই সত্য।


যন্ত্রণা রাত, একটা বিড়াল
কেন জানি না
আদরীয়া হয়ে উঠছে।


নিসঙ্গতা কমে আসছে,
এবার রোদ উঠবে-- চাঁদের গায়ে।