আবার কী চাইতে পারি, জীবন জুড়ে
বেঁচে আছি তোমার চোখে, রঙিন সুরে।


মতবাদ সব বদলে যায়, বোকা তাই
যতই তোষামদ কর, এ হাতে লাটাই।


বোকা হয়ে থাকি আমি তোমার কাছে
ভালোবাসা এ পাহাড়ে লুকিয়ে আছে।


মন্দ বলো, ভালো বলো, খিল্লির খবর
ফিরতে তোমাকে হবে, আমি শবর।


আদিম থেকে আদিমতর শিকারী আমি
আমার শক্তি অরণ্যদেব, জানে অন্তর্যামী।


দৃঢ় বলেই বুকে আগুন জমিয়ে রাখি
আমাকে ঘৃণা করেছ, দেব না ফাঁকি।


একদিন এই শর্মাকেই লাগবে কাজে
স্বপ্নঘুম-প্রচ্ছদে চাঁদপাহাড় লেগে আছে।