আজ আমরা পেরোলাম পাহাড়
কত কষ্ট লেখা থাকে এসব দিনে
তুমিও বলেছিলে কবিতার শেষে
আমিও নাকি এসব নেবো চিনে...


ছন্দরা মিশেছে বনপাহাড়ি গাছে
আমার এখন বইয়ের গন্ধই চাহিদা,
লোভী চোখ বিখ্যাত হতে চায় আজ
বোকা তাই তুলিনি লেখার ফায়েদা...


আরও কাজ করে যাব গালি খেয়ে
গলাগলির শিরদাঁড়া নেই যে বড়,
অন্ধকারে সোনা বেচে পত্রিকা করি
যতই বলুর স্বামী ''এবার তুমি মরো''


বিনামূল্যে কিছুই মেলে না এ যুগে
ফ্রিতে লেখা ছাপবে, কোন হুজুগে?