ঘুম চোখের কার্নিশে
চিতা জ্বলে ওঠে ছন্দের।
অসংখ্য পাখির মতোই
ভেসেছে অস্থি।


স্রোত মাছের দল
সে সব ছাই ভস্মকে এড়িয়ে
অমরত্ব খুঁজেছে
কাশ্মীরের বরফ লিঙ্গ দর্শনে।


ঘুম চোখে
সে মহাকাল গিলে খাচ্ছে
জটা ধোঁয়া, গাজা গন্ধ
নেশা ছাড়া কী বুঝল সে।


কতটা অক্সিজেন কমলে
জন্ম নেয় আলোকপ্রবাহ।


হরপা বানে ভাসতে ভাসতে
এটুকুই বুঝেছি
মানুষ জন্ম একটা মিথ
আর তার জন্মভাষা কেবলই মায়া...