আসতে পারেনি যারা
তাদের জন্য
কয়েকটি ছায়া রেখে গেলাম
পুকুরের জলে।
ইতিউতি দু একটা আগাছায়
এখন মফ রংয়ের কচুরিপানার ফুল
জানান দেয়,
আমার শরীরচোখে
লেগে আছে অন্ত্যমিলের বুঝকাঁঠি।


ফেলনা শব্দের পাতাগুলো
নৌকোর মতো
জলের স্বপ্নে ভাসছে।


আমিও ভাসমান
আকাশ থেকে আকাশান্তরিত।


এক ঝড় উঠবে বলেই
এ যাত্রা।


কবিতা নয়
এ জন্ম এপিটাফে
আমি হাসব বলেই।