আস্তরণ জমে উঠছে আস্তরণের পরে
এলিয়েনরা আসে জীবন্ত এ সংসারে।


ভালোবাসা জেগে ওঠে, কান্নার ভোরে
মন নয় আয়ু, ক্রমেই যাচ্ছে সরে সরে।


অবুঝ কবিতার রেখা, দাঁড়িয়ে বইয়ে
কবি চেনা যায়, সেলফি আর সইয়ে।


বদলেছে দিন, তবু শংকর এসে বসে
ভারত আজ জিতবে, জিতেছে টসে।


ভারত জিতুক, বাংলা ভাষাও আলোময়
এলিয়েনকে চুমু, এক জীবনকে পাল্টায়।


কেন চুমুরা আসবে, কেন মাতাল করে
চুমু ছাড়া কিছুই নেই, বাস্তবের সংসারে।