অজস্র মায়ারা নেমে আসে স্নিগ্ধ শিউলিতে
ভিতরের যোনী পথের জন্য অপেক্ষাহীন
ক্লান্তিহীন এক চোখ
দেবীকেই খুঁজে চলে, মোটা কাজলঘন
মুখশ্রীর ঐশ্বরিক নিদান পেরিয়ে
আমি শিক্ষিত, উচ্চ শিক্ষিত এক নারী, নিদান
এটুকু ভেবে নিলে বিশ্বাস করো
দেবী হয়ে মহিষাসুরকে দেখে
রিঅ্যাক্ট করতে পারবে না...
নারী তুমি পুরুষের আদরে এসো-
ত্রিশূল ও শুভেচ্ছা শক্তি পাবে,
দেবী হতে গেলে আগে মানুষ হতে হয়
অর্ধ নারীশ্বরের মানেটা খুঁজেছি খাজুরাহোতে
অনেককাল, আজ দেবীকে খুঁজব
বেহালা থেকে বালি
আসলে আমার একটা গণেশ চাই,
তুমি বলেছিলে একদিন...লক্ষ্মীতেই তুমি খুশি
সবকিছু মায়া হলে এই তেত্রিশ বছরে
কেউ তো রাখত কথা...