ধূসরতার আলাদা গন্ধ লেগেছে তোর রুমালে
আমিও হেঁটেছি জলযানে সহস্র কবিতায়
তুমি ভুলেছো সুদ ও আসলের পরিত্রাণ
আমার প্রেম তাই পরিতক্ত বৃষ্টি দিনে
না বোঝা লাইনগুলো নন লিনিয়ার
তুমি বুঝলে চুমু হয়ে যেতে প্রজাপতি


আজ না হয় দিস্তা গন্ধে ভেসে যাও
শ্রাদ্ধের কাক হয়ে...


তবু ঝগড়া করো, আমার তুমি চাই
নিম্নচাপে