একটু আগেই শুনলাম, আজ দেশ স্বাধীন হয়েছিল।
সুন্দর করে সেজে উঠেছে সরস্বতীর মতোই।
বাঙালি প্রেমের চুমুরা জেগে উঠছে
ব্যর্থ কবিতার আদলে।


একটু আগেই বন্দে মাতারম ধ্বনি
একটা বাচ্চার কান্নার শব্দ
সব দূরে সরিয়ে
একটু ঘুমানোর চেষ্টা করলাম।


ঘুমাতে তো হবে।
প্রজাতন্ত্রের সাজে প্রেমতন্ত্রের মেলবন্ধন
নিবিষ্ঠ করে তুলছে উদার চোখে।


আজ স্বাধীনতা দিবস,
মাংসভাতের বদলে খিচুরি দিনে
স্বাধীনতা দিবস।