দুগ্গি দিনে মান অভিমান ধুলোয় মুছে যাক
সক্কলে মিলে শারদীয়ায় ভালোটি তোরা থাক,
শূন্য হাতে এসেছি, শূন্যই চলে যাব দূরে প্রাণ
আয় সকলে আজ সুদিনে গাই সাম্যের গান,
কিসের জন্য লড়াই করি, নতুন কী বা পাবো
সব এখানেই ছিল, মায়ের পায়েই রেখে যাব...
শুনছিস তো ঢাকের বাদ্দ্যি বাজে শরত মেঘে
মানুষের মতো শিরদাঁড়া নিয়ে ওঠ সকলে জেগে,
চোখে চোখ রেখে হবি আগুয়ান, মনেতে হাসি
তোদের জন্য আবার জন্মাবো, তোদের ভালবাসি...


আল পথ ধরে গায়ের চন্ডীমন্ডপে হারিয়ে যাব আমি
দুগ্গি আসলে প্রতিটি নারী-কষ্টেই সুখী জানেন অন্তর্যামী...
এসব কথা আরও জানতে দেখতে হবে আকশন কাট
কাশফুল নিয়ে আজও দাঁড়িয়ে সে, স্রোতস্বিনীর ঘাট