লক্ষ্য রাখছে সকলেই
বৃষ্টি নামবে এইবার ঠিক,
কালো হয়েছে আকাশ
মেঘের সূত্র দক্ষিণ দিক।


গরম সহ্য হয় না তাই
এসির ভিতর ভোট খবর,
যেমন লিখুক শীর্ষেন্দু
আবার আসছে নতুন শবর।


বই বিক্রি হচ্ছে কোথায়
পাঠকের চেয়ে লেখক বেশি,
এই বর্ষায় চুমুটুকু চাই
সব ভুলে যাই এলোকেশি।


কেমন লিখছি বড় কথা নয়
মাতাল হলেই কেল্লাফতে,
নতুন রকম গেলিস লিখব
জাগব আবার জীবন রথে।


যতই চেঁচাই রোজ বিকেলে
লাল ঝান্ডা ভেসেছে ঝড়ে
ডুমুরের ফুলের মতো সততা
নিয়ন আলোর এ সংসারে।


কঠিন পৃথিবীতে ব্যবসা চলে
ভুল বানানের মতোই সত্য তা,
সত্য প্রেমের মতোই আমিও
হারিয়েছি, সাধের অনেক ছাতা।